শুক্রবার থেকে শুরু ভারতে লোকসভা ভোট। বাংলা সহ ১৯ এপ্রিল ভোট হতে চলেছে দেশের একাধিক রাজ্যে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, প্রতি দফাতেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। অর্থাৎ, ১৯ এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত যে যে রাজ্যে যত দফায় ভোট সেই সেই রাজ্যে ওই দিন ব্যাঙ্কের কাজ বন্ধ রাখা হবে।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী শুক্রবার রাজ্যে হতে চলা ৩ জেলায় বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজ। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে সন্ধে ৬টা পর্যন্ত। ভোটের প্রস্তুতিতে ওই তিন জেলায় বুধবার থেকেই বন্ধ করা হল স্কুলও। যে যে স্কুলে বুথ হবে, সেখানে এদিন থেকেই ছুটি ঘোষণা করা হয়েছে।
Chilled Water Probelm: এই গরমে বরফ ঠান্ডা জল ছাড়া শান্তি মিলছে না, কোন বিপদ ডেকে আনছেন জানেন?
পাশাপাশি দফা অনুযায়ী দেশজুড়ে বন্ধ থাকবে মদের দোকানও। শুক্রবার প্রথম দফার ভোটে বড় রাজ্য হিসেবে নির্বাচন হবে তামিলনাড়ুতে।উল্লেখ্য, সাত দফায় প্রথম ধাপে ১৯ এপ্রিল, দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে।