২৭ জুন ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার করল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার ও কর্মী সংগঠন (AIBEA)। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় সংগঠন। পেনশন সহ একাধিক ইস্যু নিয়ে এই ধর্মঘটের (Bank Strike) ডাক দেওয়া হয়েছিল। অবশেষে বৈঠকে আলোচনার পর আশ্বাস পেয়ে ধর্মঘট তোলার সিদ্ধান্ত নেয় অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার ও কর্মী সংগঠন।
২৫ জুন থেকে টানা তিনদিন পাঁচ দফা দাবি নিয়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলিও। তাঁদের প্রধান দাবি ছিল, প্রতি সপ্তাহে শনি ও রবিবার ছুটি বাধ্যতামূলক করতে হবে। বর্তমানে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কের কর্মীদের ছুটি। সেই নিয়মে বদল আনতে হবে। বেতন বৃদ্ধি নিয়েও দাবি তুলেছিল কর্মী সংগঠনগুলি।
আরও পড়ুন: 'গণতন্ত্রকে বুলডোজ করা হচ্ছে', মহারাষ্ট্র নিয়ে বিজেপিকে তোপ মমতার
২০১০ সালে এপ্রিল মাসের পর যোগ দেওয়া ব্যাঙ্ক কর্মীদের এপিএস ব্যবস্থা তুলে নেওয়ার দাবি তুলেছিল সংগঠনগুলি। পুরনো পেশন ব্যবস্থা চালু করার জন্যও দাবি ছিল সংগঠনের। এদিন ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকের পর এই দাবির অনেটকাই মিটে গিয়েছে বলে খবর। যার ফলে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।