মে মাস শেষ হতে চলল হাতে আর মাত্র ক’টা দিন। তারপরই জুন। জুন মাসে রবিবার মিলিয়ে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে ছুটি থাকবে মোট ১২ দিন। আগেভাগেই জেনে নিন কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
ছুটির তালিকায় রয়েছে ওই মাসের ৫ টি রবিবার, এছাড়াও রয়েছে সেকেন্ড ও ফোর্থ সাটার ডে। রয়েছে কিছু আঞ্চলিক ছুটিও। ৮ জুন ও ২২ জুন ব্যাঙ্ক বন্ধ থাকবে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার হিসেবে।
৯ জুন মহারানা প্রতাপ জয়ন্তী, এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে রাজস্থান , হিমাচল প্রদেশ ও হরিয়ানায়। ১০ জুন শ্রী গুরু অর্জুন দেবের ছুটি উপলক্ষে বন্ধ থাকবে পঞ্জাবের সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক।
১৪ ও ১৫ জুন ওড়িশায় ব্যাঙ্ক বন্ধ থাকবে রাজ সংক্রান্তি উপলক্ষ্যে। ১৫ জুন মিজোরামেও বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৭ জুন বকরি ঈদ উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।