আজ আর কিছুক্ষণ পরেই জম্মু সফরে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৭০ ধারা বিলোপের পর এটাই প্রথম প্রধানমন্ত্রীর উপত্যকা সফর। কিন্তু তিনি যাওয়ার আগেই ফের বিস্ফোরণ। এবং তা হয়েছে প্রধানমন্ত্রীর সভাস্থলের ঠিক ১২ কিলোমিটার দূরে।
পুলিশ সূত্রে খবর, জম্মুর লালিয়ানায় হয়েছে বিস্ফোরণ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনার সঙ্গে এখনও পর্যন্ত কোনও জঙ্গি যোগ পাওয়া যায়নি বলেই জানাচ্ছে পুলিশ। বিস্ফোরণের পিছনে উদ্দেশ্য খতিয়ে দেখার চেষ্টা চলছে। কিন্তু মোদির সফরের আগেই এমন বিস্ফোরণ নিরাপত্তা নিয়ে তুলে দিল বড়সড় প্রশ্ন।
জাতীয় পঞ্চায়েত রাজ দিবস হিসেবেই এদিন ভূ-স্বর্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সভাস্থল থেকে গোটা দেশের গ্রাম সভার উদ্দেশে ভাষণ দেবেন তিনি। সেই সঙ্গে একাধিক ক্ষেত্রে ২০ হাজার কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন।