বাংলার বিরুদ্ধে বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitaraman)। লোকসভায় বাজেট (Budget 2023-24) নিয়ে আলোচনায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ১৮৪১ কোটি টাকা কেন্দ্রকে মেটায়নি বাংলার সরকার।
রাজ্য অভিযোগ করেছে, মনরেগা প্রকল্পে কেন্দ্রের থেকে ৫,৪৭৩ কোটি টাকা বকেয়া আছে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, রাজ্য সরকারের আগের হিসেবের স্ক্রুটিনির পর দ্রুত এই অর্থ মিটিয়ে দেওয়া হবে।
এরপরই আবাস যোজনা প্রকল্পের প্রসঙ্গ তোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানান, এই প্রকল্পের টাকায় ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠেছে। গ্রাম সড়ক যোজনাতেও রাজ্যের ১৭৩ কোটি টাকা আটকে রয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
আরও পড়ুন- আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গের রিপোর্ট, সেবি-র প্রতিক্রিয়া চাইল সুপ্রিম কোর্ট
জিএসটি ক্ষতিপূরণের সেস হিসেবে ৮২৩ কোটি টাকা আটকে রয়েছে বলেও অভিযোগ। সরকার এজি সার্টিফিকেট না পাঠালে সেই টাকা ছাড়া যাবে না বলে জানান নির্মলা সীতারমণ।