বন্যাবিধ্বস্ত অসমে প্রাণ হারালেন এক ভারতীয় জওয়ান (Indian Army Jawan)। রবিবার সকালে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে গিয়েই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃত জওয়ানের নাম নারায়ণ চন্দ্র। ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে কর্মরত (Territorial Army) নারায়ণের পোস্টিং ছিল গুয়াহাটিতে (soldier died in Assam)। মৃত নারায়ণের বাড়ি উত্তর ২৪ পরগণার অশোকনগরে।
কিছুদিন আগেই ভয়াবহ বন্যায় কার্যত ডুবে ছিল গোটা অসম (Assam Flood)। জানা গিয়েছে, পাহাড়ি রাস্তায় বাইক চালাচ্ছিলেন নারায়ণ। আচমকাই বাইকের চাকা পিছলে যায়। জানা গিয়েছে, কাজের জন্যই তাঁকে সকালে বাইক নিয়ে বেরোতে হয়। পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
আরও পড়ুন- Nose Bleed Fever in India: ইরাকের পর এবার ভারতে হানা, 'নোজ ব্লিড' ফিভারে গুজরাটে মৃত ১ মহিলা
ইতিমধ্যেই খবর পেয়েছেন মৃত জওয়ানের (Bengali Jawan) বাড়ির সদস্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুরে শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল নারায়ণের। আগামী শুক্রবারেই তিনি অশোকনগরের বাড়িতে ফিরবেন বলে কথা ছিল। দুর্ঘটনার খবর পেয়ে শোকে মূহ্যমান উত্তর ২৪ পরগণার (North 24 Parganas) অশোকনগর।