আচমকা বিপদ। হোস্টেলের ৬ তলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু মেডিকেল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার (Kota, Rajasthan) জওহর নগর এলাকায়।
জানা গিয়েছে, ২০ বছরের ওই পড়ুয়ার নাম ইশানু ভট্টাচার্য। জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা। কোটায় নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ওই পড়ুয়া। কোটার জওহরনগর এলাকায় থাকতেন তিনি। সিসি ক্যামেরার ফুটেজে ভয়ঙ্কর দৃশ্যটি ধরা পড়ে।
আরও পড়ুন: শহরে ফের আত্মহত্যা, সেক্টর ফাইভের বহুতল থেকে ঝাঁপ তরুণীর
ফুটেজে দেখা যায়, বন্ধুদের সঙ্গে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে ছিলেন। চটি পড়ার সময় একটি গ্রিলে হেলান দেন। গ্রিলের সেই অংশটি খোলা ছিল। নিচে পড়ে যান ওই পড়ুয়া। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।