জল সংকটে জেরাবার বেঙ্গালুরু। এই পরিস্থিতিতে জল অপচয়ের দায়ে ২২টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করল বেঙ্গালুরু জল সরবরাহ ও নিকাশি বোর্ড। যা যোগ করলে দাঁড়ায় এক লক্ষ ১০ হাজার টাকা।
জানা গিয়েছে, বেঙ্গালুরু শহরে জলের সমস্যা দেখা যাওয়ার কারণে কাবেরী নদী ও ওয়াটার ট্যাঙ্কারের জল সরবরাহ করা হচ্ছে। অভিযোগ, এই পরিস্থিতি ওই ২২টি পরিবার জল অপব্যবহার করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করার পর মোটা টাকা জরিমানা করা হয়েছে বোর্ডের তরফে।
আরও পড়ুন - মুখ থুবড়ে পড়েছে Paytm এর UPI ট্রানজাকশন, কেন এমন অবস্থা?
মার্চ পড়তে না পড়তেই চরম জল সংকটে ভুগছে বেঙ্গালুরু। সেই কারণেই মার্চের দ্বিতীয় সপ্তাহে, বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ বোর্ড পান করা ছাড়া একাধিক কাজের ক্ষেত্রে জল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করার কারণেই জরিমানা।