নয়ডার পর বেঙ্গালুরু । ফের এক যাত্রীকে কোটি টাকার বিল ধরালো উবের । জানা গিয়েছে,শ্রীরাজ নীলেশ নামে এক ব্লগার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর জন্য উবের অটো বুক করেছিলেন । ভাড়া দেখিয়েছিল ২০৭ । কিন্তু, গন্তব্যে পৌঁছতেই চোখ কপালে ওঠে ওই ব্যক্তির । কারণ, তখন মোবাইলে উবের অ্যাপে ভেসে উঠেছে কোটি টাকার বিল । অর্থাৎ ২০৭ টাকার বদলে তাঁর কাছে ভাড়া বাবদ চাওয়া হয় ১ কোটির বেশি ।
সোশ্যাল মিডিয়ায় তাঁর তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন ও ক্ষোভ উগড়ে দিয়েছেন নীলেশ । ওই ব্লগার বলেন,'স্ত্রীকে নিয়ে আর কে পুরম-এর টিন ফ্যাক্টরি থেকে কোরামঙ্গলায় যাওয়ার জন্য উবের অটো বুক করেছিলাম । ১০ মিনিটের পথ যাওয়ার জন্য ভাড়া দেখিয়েছিল ২০৭ টাকা । কিন্তু, গন্তব্যে পৌঁছে অনলাইনের মাধ্যমে ভাড়া মেটাতে গিয়ে দেখি বিল এসেছে ১ কোটি ৩ লাখ ১১ হাজার ৫৫ টাকা । ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও । যা দেখে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা ।
দিন কয়েক আগে একই ঘটনা ঘটেছিল নয়ডাতে । জানা গিয়েছিল, দীপক নামে এক ব্যক্তি অফিসে যাওয়ার জন্য উবার অ্যাপ থেকে অটো বুক করেছিলেন । কিন্তু গন্তব্যে পৌঁছে ভাড়া মেটাতে গিয়ে তাঁর চোখ কপালে ওঠে । উবের তাঁর কাছে ৬২ টাকার পরিবর্তে চায় ৭.৬৬ কোটি টাকা । সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল বেঙ্গালুরুতে ।