শিক্ষাক্ষেত্রে ফের ধর্ম নিয়ে বিতর্ক কর্নাটকে। গত ফেব্রুয়ারি মাস থেকে শিক্ষাক্ষেত্রে হিজাব নিয়ে (Karnataka Hijab Row) উত্তাল হয় কর্নাটকের একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়। এবার বেঙ্গালুরুর একটি স্কুলের নির্দেশ, পড়ুয়াদের ক্লাসরুমে বাইবেল (Karnataka Bible Row) আনতেই হবে। এই নিয়ে অভিভাবকদের মুচলেখাও লিখিয়ে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ক্লারেন্স স্কুলে। একাদশ শ্রেণির অ্যাডমিশন করানোর সময় স্কুলে যান অভিভাবকরা। সেখানে স্কুল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, স্কুলে সব সময় ব্যাগে বাইবেল ও প্রার্থনা সঙ্গীতের বই রাখতেই হবে। যদিও এই ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে ডানপন্থী হিন্দু সংগঠনগুলি। হিন্দু জনজাগ্রুতি সমিতির দাবি, অন্য ধর্মের শিক্ষার্থীদের ধর্মীয় অধিকারভঙ্গ করা হচ্ছে। হিন্দু সংগঠনগুলির অভিযোগ, অন্য ধর্মের শিক্ষার্থীদের জোর করে বাইবেল পড়তে বাধ্য করানো হচ্ছে।
আরও পড়ুন: আস্থা নেই যোগীর পুলিশের উপর, প্রয়াগরাজের ঘটনায় সিবিআই চায় পরিবার
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা খ্রিস্টান মূল্যবোধে বিশ্বাসী। সেটাই তাঁরা স্কুলে শেখাতে চান। সম্প্রতি কর্নাটক সরকার ঘোষণা করেছে, ছাত্রছাত্রীদের সিলেবাসে গীতা পড়ানো বাধ্যতামূলক করা হবে।