তাকে দেখামাত্রই গুলির নির্দেশ ছিল। শনিবার সেই গুলিতেই মৃত্যু হল বিহারের মানুষখেকোর। ইতিমধ্যেই ৯ জনকে উদরস্ত করেছে সে। আরও পাঁচ জন গুরুতর জখম বলে জানা গিয়েছে। ভয়ে ঘরে খিল দিয়েছিলেন এলাকার মানুষজন। শনিবার গ্রামের এক আখের ক্ষেতে গুলি করে মারা হয় নরখাদকটিকে। কারণ আগেই বিপদ এড়াতে 'শ্যুট অ্যাট সাইট'-এর নির্দেশ দেয় বিহার সরকার।
জানা গিয়েছে, শনিবার গ্রামবাসীরা বুঝতে পারেন গ্রামেরই এক আখের ক্ষেতে গা-ঢাকা দিয়েছে নরখাদকটি। এরপরেই শিকারীকে খবর দিয়ে ওই ক্ষেত ঘিরে ফেলে গ্রামবাসীরা। এরপর প্রশিক্ষিত শিকারিরা নির্ভুল লক্ষ্যে গুলি চালিয়ে খতম করে নরখাদকটিকে। তারপরেই উল্লাসে ফেটে পড়েন গ্রামবাসীরা। অভিযোগ, বাঘের গায়ের লোম ছিঁড়েও উল্লাসে মাততে দেখা যায় অনেককে।
আরও পড়ুন- Bihar Tiger News : বিহারের পশ্চিম চম্পারনে নরখাদকের দাপট, মৃত ৯, দেখা মাত্র গুলির নির্দেশ
গত কয়েকদিন ধরে বাঘটিকে জ্যান্ত ধরার চেষ্টা করা হচ্ছিল। শেষ পর্যন্ত তা আর হয়নি। বিশেষজ্ঞদের দাবি, বাঘ তখনই নরখাদক হয় তখন সে আহত হয়। তাই মনে করা হচ্ছিল এই বাঘটিও কোনও না কোনও ভাবে আহত। জানা গিয়েছে, অভারণ্যে অন্য বাঘেদের সঙ্গে মারপিট করতে গিয়ে আহত হয়েছিল এই বাঘ।