বিহারের মুজফফরপুরে (Muzaffarpur Boat Capsized) বাগমতী নদীতে নৌকোডুবি। নদীতে তলিয়ে গেল নৌকো। ৩০ জন শিশুর মধ্যে ২০জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ আরও ১০ জন। বাগমতী নদীর মধুপুর পাত্তি ঘাটে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ শিশুদের নিয়ে বাগমতী নদী পারাপার করছিল একটি নৌকা। মাঝনদীতে নৌকাটি উল্টে যায়। ঘটনায় এলাকায় হুলুস্থূল পড়ে যায়। স্থানীয়রা এসেই উদ্ধারকাজে হাত বাড়ায়। ২০ জন শিশুকে উদ্ধার করা হলেও বাকিদের কোনও খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন: ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে হাসি মার্কিন পুলিশের, ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দা ভারতের
রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজের জন্য ডেকেছে স্থানীয় প্রশাসন। পুলিশ জানিয়েছে, ডুবুরি নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চলছে। ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।