ইনস্টাগ্রামে রিল বানাতে বাধা দেওয়ায় স্বামীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে । মৃতের নাম মহেশ্বর কুমার রাই । সম্প্রতি, ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসারাইয়ে । ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে । অভিযোগ, দুই বোনের সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা করেছিলেন ওই মহিলা । দুই বোনকেও আটক করেছে পুলিশ ।
জানা গিয়েছে, প্রায় ৭ বছর আগে রানী কুমারীর সঙ্গে বিয়ে হয় মহেশ্বর কুমার রাইয়ের । মহেশ্বর শ্রমিক হিসেবে কাজ করতেন । জানা গিয়েছে, সম্প্রতি ফাফাউত গ্রামে তাঁর শ্বশুর বাড়িতে গিয়েছিলেন মহেশ্বর । সেইসময় রিলস বানানো নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা হয় তাঁর । অভিযোগ, এরপরই দুই বোনের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুন করেন ওই মহিলা ।
অভিযুক্ত মহিলাকে গ্রেফতারের পর তাঁর দুই বোনকেও আটক করা হয় । তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।