মাত্র ১৫ দিন হয়েছে বিয়ের। অথচ স্বামী-শ্বশুরবাড়ির সঙ্গে সময় কাটান না বৌমা। কারণ তাঁর দিনের বেশির সময় কাটে ফেসবুক, ইন্সটাগ্রামে। যা নিয়ে শুরু হয় অশান্তি। সেই অশান্তির জেরে ঘর ছাড়লেন সাবা খাতুন নামে সদ্য বিবাহিতা ওই তরুণী। ঘটনাটি ঘটেছে বিহারে।
সাবার অভিযোগ, স্বামী এবং শ্বশুরবাড়ির লোক তাঁকে সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে দিতে চান না। এমনকি কেড়ে নেওয়া হয়েছে তাঁর ফোনও। সাবা এও জানিয়েছেন, তিনি আর স্বামীর সঙ্গে থাকতে চান না।
অন্যদিকে, সাবার শ্বশুরবাড়ির সদস্যরা জানিয়েছেন, সাবা নিজেই ফোন নিয়ে অশান্তি বাড়িয়েছেন। এমনকি নিজেই গোটা ঘটনা তাঁর পরিবারকে ফোন করে জানিয়েছেন। খবর পেয়ে তাঁর মা, বাবা এবং ভাই চলে আসেন।
আরও পড়ুন - স্ত্রী অখুশি, তাই প্রেমিকের সঙ্গে পালাতে সাহায্য স্বামীর !
এই ঘটনায় দুই পরিবারের বচসা বাধে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অশান্তি থামাতে সকলকে থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর, সাবা আপাতত তাঁর বাবা-মায়ের বাড়িতে ফিরে গিয়েছেন। দু'পক্ষের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।