ইতিহাস গড়ল অসমের ঐতিহ্যবাহী বিহু নৃত্য। শুক্রবার থেকে শুরু হল রঙ্গলি বিহু। তার আগেই বৃহস্পতিবার বিকেলে গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে বিহু নাচে অংশ নিলেন একসঙ্গে ১১ হাজার ৩০৪ জন শিল্পী। উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক। আর সেই বিহু নাচ দেখতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের সদর দফতর লন্ডন থেকে এসেছিলেন সদস্যেরা।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা স্বয়ং টুইটারে এই খবরটি শেয়ার করেন। অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার কথা থাকলেও সফর একদিন পিছিয়ে যাওয়ায় থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট ৭ হাজারের বেশি নৃত্যশিল্পী এবং ৩ হাজারের বেশি ড্রামার ছিলেন এই মহা-অনুষ্ঠানে।
উল্লেখ্য, রেকর্ডের আগেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন এই অনুষ্ঠানটি অসম এবং এর সাংস্কৃতিক ইতিহাসকে সারা বিশ্বের মানচিত্রে তুলে ধরবে।