২০ দিনের লড়াই শেষে রবিবারই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ২২ বছরের ফুটফুটে ঐন্দ্রিলার শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁর গুণমুগ্ধরা। এর মাঝেই ভাইরাল হয়ে যায় আরও একটি ভিডিও। যেখানে দেখা যায় সব্যাসাচীর মতোই যেন কেউ একজন মৃত 'ঐন্দ্রিলা'-এর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। এরপরেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যায়। ওই ভিডিও শেয়ার করে আবেগতাড়িত পোস্ট শেয়ার করেছেন ঐন্দ্রিলার বহু ভক্ত।
জানা গিয়েছে, ভিডিওটিতে থাকা জীবিত এবং মৃত ব্যাক্তিরা হলেন অসমের বাসিন্দা বিটুপন তামুলি এবং প্রার্থনা বোরা। গুয়াহাটির বাসিন্দা বিটুপন তামুলির সঙ্গে দীর্ঘদিনের প্রেম প্রার্থনা বোরার। সম্প্রতি, কঠিন রোগে আক্রান্ত হন প্রার্থনা। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর অসমের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মেয়ের এই পরিণতির কথা জানতেন প্রার্থনার বাবা-মাও। হাসপাতালে এক মুহূর্তও প্রার্থনাকে কাছ-ছাড়া করেননি বিটুপন। বাবা-মা মেয়ের শেষ পরিণতিকে মেনে নিলেও মানতে পারেননি প্রেমিক বিটুপন।
প্রেমিকার মৃত্যুসজ্জায় তাঁর কাণ্ডে চোখের জল ধরে রাখতে পারেননি নেটিজেনরা। প্রেমিকার মৃত্যুসজ্জায় নিজেদের অপূর্ণ স্বপ্নকে প্রতিষ্ঠা দিতে প্রার্থনাকে কনের সাজে সাজান বিটুপন। এরপর মৃত প্রার্থনার সিঁথিতে সিঁদুর দিয়ে মালাবদল করে প্রতিজ্ঞা করেন বিটুপন, তিনি শুধুই প্রার্থনার।
যদিও এই ভিডিওটিতে বিটুপনের দাড়িতেই যত গোলমালের সূত্রপাত। অভিনেতা সব্যসাচীর মতো বিটুপনেরও দাড়ি থাকায় নেটিজেনদের একাংশ ভিডিওটিকে সব্যসাচী-ঐন্দ্রিলার বলে শেয়ার করতে শুরু করেন। ফলে কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় বিটুপন-প্রার্থনা। তবে পরবর্তীতে ভিডিওটিতে থাকা বিটুপনের পরিচয় খোলসা হতেই বোঝা যায় ভিডিওতে তাঁকে সব্যসাচী চৌধুরীর মতো দেখতে লাগলেও আদতে ওই ভিডিওটি সব্যসাচী-ঐন্দ্রিলার নয়।