বছরের শুরুতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। শনিবার ৬০ জনের প্রার্থী তালিকার মধ্যে ৪৮ জনের নাম ঘোষণা বিজেপির। সেই তালিকায় নাম নেই বিপ্লব দেবের। বনমালীপুর কেন্দ্রে তাঁর পরিবর্তে লড়বেন রাজীব ভট্টাচার্য। বিজেপির দাবি, বিপ্লব দেব নিজেই নির্বাচনে লড়তে চাননি। পাশাপাশি বিজেপির প্রার্থী হিসেবে তালিকায় রয়েছে প্রতিমা ভৌমিকের নাম। ধনপুর কেন্দ্র থেকে লড়বেন তিনি।
বিজেপির পক্ষ থেকে জানা গিয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা লড়বেন বরদোয়ালি কেন্দ্র থেকে। বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেলেন সিপিএমের প্রাক্তন মোবসার আলি। শুক্রবার ১৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেসও। সিপিএম এবার বিধানসভায় ১৩টি আসন ছেড়ে জোটসঙ্গী কংগ্রেসকে।
বামফ্রন্টের পক্ষ থেকে আগেই ৪৬টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা করা হয়। এর মধ্যে ৪৩টি আসনে সিপিএম, তিনটিতে সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও আরএসপি লড়াই করবে। এবার নির্বাচনে ২৪ জন প্রার্থী নতুন।