মধ্যপ্রদেশে মহাকালেশ্বর মন্দিরের করিডরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মসূচি নিয়ে উজ্জ্বয়িনীতে তুমুল ব্যস্ততা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'মহাকাল লোক'। দেশের সব রাজ্যকেই এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপিকেও এই কর্মসূচি নিয়ে চিঠি দেওয়া হয়েছে।
দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম মহাকালেশ্বর মন্দির। রাজ্য বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব এই কর্মসূচিকে জাতীয় রূপ দিতে চাইছেন। সেই মতোই রাজ্যে এই নিয়ে কর্মসূচি পালন করবেন নেতারা। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠান যাতে প্রত্যেক রাজ্যে লাইভ সম্প্রচার করা হয়, তা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে নিজের কেন্দ্র বারাণসিতে কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবার মহাকাল মন্দির করিডরকে প্রযুক্তিগতভাবে দেশের আধুনিকতম করে তুলে চাইছে কেন্দ্র। বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, হাতে তিন বাকি। এর মধ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় কর্মসূচি আয়োজন করার উদ্যোগ নিতে বলা হয়েছে বিধায়ক ও সাংসদদের। কর্মসূচিতে যাতে জনসমাগম হয়, তা নিয়েও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।