শপথগ্রহণ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি ভবনের নৈশভোজ। NDA-এর নবনির্বাচিত সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের নৈশভোজ আয়োজন করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রাষ্ট্রপতি ভবনে এই নৈশভোজ হবে।
রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গেই শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরা। শপথগ্রহণ অনুষ্ঠানের পরই এই NDA সাংসদদের নিয়ে এলাহি নৈশভোজের ব্যবস্থা জে পি নাড্ডার।
এএনআই সূত্রে খবর, নৈশভোজের খাদ্যতালিকায় থাকছে অনেক ধরনের ফলের রস, পুর ভরা লিচু, মটকা কুলফি, আমের ক্রিম, তিন রকমের রায়তা। মেন কোর্সে থাকবে, দম বিরিয়ানি, যোধপুরী সবজি, ডাল। সঙ্গে থাকবে পাঁচ রকমের রুটি ও পরোটা। পঞ্জাবি খাবারও থাকছে। শেষ পাতে থাকবে আট রকমের মিষ্টি, রাজস্থানের ঘেওয়ার। পাশাপাশি থাকবে রসমালাই, ছানার মিষ্টিও।