বিধানসভা উপনির্বাচনের আগে ফের উত্তপ্ত ত্রিপুরা(Tripura Violence)। এবার আক্রান্ত হলেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন(Sudip Ray Barman attacked by BJP)। সূত্রের খবর, রবিবার প্রচারের পরে তাঁর উপর হামলা হয় আগরতলায়(Agartala Violence)। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকদের মতে, তিনি এখনও স্থিতিশীল নন। রক্তক্ষরণ হয়েছে এই কংগ্রেস নেতার। আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে তাঁকে।
খবর পেয়ে হাসপাতালে যান ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী(Congress Candidate) আশীষ কুমার সাহা, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ অন্যান্যরা। কংগ্রেসের অভিযোগ, ভাঙচুর করা হয়েছে সুদীপ রায় বর্মনের গাড়ি। সে সময় গাড়িতেই ছিলেন তিনি। তখনই বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা(BJP goons attacked on Congress) সুদীপ রায় বর্মনের উপর হামলা চালায় বলে অভিযোগ। কংগ্রেস শিবিরের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ইচ্ছা করেই উপনির্বাচনের আগে এই হামলা চালিয়েছে।
আরও পড়ুন-
থানায় অভিযোগ দায়ের করা হলেও দুষ্কৃতীরা এখনও অধরা। আর তাতে ক্ষোভ আরও বাড়ছে কংগ্রেসের কর্মী, সমর্থকদের। তাঁদের অভিযোগ, বিজেপি (BJP) ইচ্ছে করে এ ধরনের হামলা চালিয়ে প্রতিপক্ষকে দুর্বল করে দিতে চাইছে। কিন্তু তাতেও তাঁরা উপনির্বাচনের(Tripura By Election 2022) লড়াই থেকে পিছিয়ে আসবেন না, দাবি কংগ্রেস নেতৃত্বের। সোমবার ও মঙ্গলবার, শেষ দু'দিন প্রার্থী সুদীপ রায় বর্মনকে ছাড়াই প্রচার চলবে বলে কংগ্রেস সূত্রে খবর।