সামনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। তার আগে কর্নাটকে নিজেদের প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। বয়সজনিত কারণে এবার বিজেপির প্রার্থী তালিকায় কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার নাম নেই। এই তালিকায় নতুন মুখের সংখ্যা রীতিমতো চোখে পড়ার মতো! বিধানসভা নির্বাচনে তাদের মোট ১৮৯ জন প্রার্থীর মধ্যে মোট ৫২ জন নতুন প্রার্থী দাঁড় করাচ্ছে বিজেপি।
প্রার্থীতালিকা প্রকাশের পর কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘‘নতুন প্রজন্মের নেতৃত্বকে প্রার্থীতালিকায় স্থান দেওয়া হয়েছে।’’ আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন। এই নতুন প্রার্থীতালিকায় কংগ্রেস থেকে বিজেপিতে আসা বহু প্রার্থীও রয়েছেন। তালিকায় ৮ জন চিকিৎসক রয়েছেন। কয়েকজন অবসরপ্রাপ্ত আইএএস ও আইপিএস অফিসারের নাম রয়েছে তালিকায়।
১৮৯ জনের মধ্যে ওবিসি সম্প্রদায়ভুক্ত প্রার্থী রয়েছেন ৩২ জন। তপশিলি জাতির ৩০ জন এবং তপশিলি উপজাতির ১৬ জনকে প্রার্থী করা হয়েছে। এই তালিকায় ৩১ জন প্রার্থী'র পিএইচডি ডিগ্রি রয়েছে। স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে ৩১ প্রার্থীর।
মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে তাঁর পুরনো কেন্দ্র ধারওয়াড় জেলার শিগ্গাওয়ে প্রার্থী করেছে বিজেপি। ২০০৮ সাল থেকে টানা ৩ টি বিধানসভা ভোটে ওই কেন্দ্রে জিতেছেন তিনি।
উল্লেখ্য, বিজেপির ১৮৯ জনের প্রার্থীর মধ্যে মহিলাদের সংখ্যা ৮ জন।