অগ্নিপথ প্রকল্প (Agnipath) নিয়ে বেফাঁস মন্তব্য করে দল ও সরকারের অস্বস্তি বাড়ালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailas Vijayvargiya comment)। তিনি বলেন, অগ্নিবীররা বিজেপি কার্যালয়ে নিরাপত্তারক্ষীর চাকরিতে অগ্রাধিকার পাবেন।
অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভে জ্বলছে গোটা দেশ। বিক্ষোভকারীদের ক্ষোভ কমাতে চেষ্টার কসুর করছে না কেন্দ্রীয় সরকার। বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের সরকার অগ্নিবীরদের নানা ক্ষেত্রে সংরক্ষণের প্রতিশ্রুতি দিচ্ছে। ঠিক এমন সময় বেফাঁস মন্তব্য করে আগুনে ঘি ঢাললেন কৈলাস বিজয়বর্গীয়।
রবিবার ইনদওরে এক দলীয় অনুষ্ঠানে অগ্নিপথ প্রকল্প নিয়ে কথা প্রসঙ্গে তিনি বলে বসেন,‘‘আমাকে যদি এই অফিসে, বিজেপির অফিসে সিকিউরিটি রাখতে হয়, তাহলে আমি অগ্নিবীরদের অগ্রাধিকার দেব।’’ কৈলাসের এই মন্তব্য ভাইরাল হতে বেশি সময় লাগেনি। কংগ্রেসের তরফে কটাক্ষ করে বলা হয় মোদী সরকার সেনাকেও ‘স্কিল ডেভলপমেন্টে’র কাজে লাগিয়ে দিয়েছে, যাতে বিজেপি অফিসে নিরাপত্তারক্ষীর অভাব না হয়! আপ-প্রধান অরবিন্দ কেজরীওয়াল টুইট করেন, ‘আমাদের দেশের যুব সম্প্রদায় দিন রাত এক করে পরিশ্রম করে সেনায় চাকরির পরীক্ষা পাশ করেন এই জন্য যে তাঁরা দেশের জন্য প্রাণ দিতে চান। কিন্তু বিজেপির উদ্দেশ্য তাদের দফতরের জন্য নিরাপত্তারক্ষী সরবরাহ করা!’
দলেও সমালোচনার মুখে পড়েছেন কৈলাস। বিজেপি সাংসদ বরুণ গান্ধী টুইট করেন, ‘যে মহান সেনাবাহিনীর প্রশংসা হয় বিশ্ব জুড়ে, তাকে কোনও রাজনৈতিক দলের দফতরের সামনে নিরাপত্তারক্ষীর কাজ যিনি দিচ্ছেন, সেই কাজ তাঁকেই মানায়।’