ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা যৌন নিগ্রহ বা শোষণের শিকার হলে মহিলাদের মতো পুরুষরাও কীভাবে আইনি সাহায্য পেতে পারেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারে দণ্ড সংহিতার নতুন বিল। মঙ্গলবার সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে নতুন তিনটি বিল নিয়ে আলোচনা হয়। সেখানে বিজেপি সাংসদ নীরজ শেখর প্রশ্ন তোলেন, মহিলা বসের দ্বারা কোনও পুরুষ যৌন নিগ্রহের শিকার হলে কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? কমিটির সামনে উপস্থিত বিশেষজ্ঞরা এই প্রশ্নের উত্তর দিয়েছেন।
সাংসদদের পরামর্শ, পুরুষ বা নারী নয়, লিঙ্গ নির্বিশেষে একই শাস্তি দেওয়া হোক এমন ‘বস’-দের। নীরজের প্রশ্ন সমর্থন করেন দিলীপ ঘোষ-সহ একাধিক সাংসদ। দিলীপ-নীরজদের মতে, সময় বদলাচ্ছে দ্রুত। বহু সংস্থার মাথায় এখন মহিলা বস। তা হলে অভিযোগের তির শুধু পুরুষদের দিকে কেন? কেন ছাড় পাবেন মহিলা ‘বস’-রা? সাংসদদের পরামর্শ, চাকরি ক্ষেত্রে যৌন নির্যাতনের ঘটনায় যদি মহিলারা দোষী সাব্যস্ত হন, তা হলে লিঙ্গ বিচার না করে সমান শাস্তি দেওয়া হোক।