আজ উত্তর-পূর্বের তিন রাজ্যে শুরু হল ভোটগণনা । শেষ পাওয়া খবর অনুযায়ী, ত্রিপুরাতে এগিয়ে রয়েছে বিজেপি । অন্যদিকে, মেঘালয়ে এগিয়ে রয়েছে এনপিপি । শেষ পাওয়া খবর অনুযায়ী, নাগাল্যান্ডে এগিয়ে রয়েছে NDPP । তিন রাজ্যের পাশাপাশি বাংলার সাগরদিঘি উপনির্বাচনেরও ভোট গণনা চলছে । সাগরদিঘিতে ত্রিমুখী লড়াই । একদিকে, তৃণমূল কংগ্রেস, আরেকদিকে বিজেপি ও- বাম-কংগ্রেস জোট ।
এবছরই প্রথম উত্তর-পূর্বের দুই রাজ্য ত্রিপুরা এবং মেঘালয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস । তাই, এই দুই রাজ্যের দিকে বেশি নজর থাকবে সব মহলের । গত সোমবার বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমের কড়া বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, দুই রাজ্যে শুধু খাতাই খুলছে না তৃণমূল, বরং মেঘালয়ে দ্বিতীয় বৃহৎ শক্তি হিসাবে উঠে আসতে পারে বাংলার শাসক দল । ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, ওই রাজ্যে কমবেশি ১১টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস । শেষ পর্যন্ত, কার মুখের হাসি চওড়া হয় সেদিকেই নজর রয়েছে সবার ।