দ্বন্দ মিটিয়ে বঙ্গ বিজেপিকে এক সূত্রে বাঁধতে চাইছে গেরুয়া শিবির। জেলার সাংসদ-বিধায়কদের সঙ্গে মনোমালিন্য মিটিয়ে একযোগে কাজ করার বার্তা দিয়ে ২০২৪ এর লোকসভা ভোটকে সুকান্ত-শুভেন্দুদের পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন জেপি নাড্ডা (JP Nadda) , দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠকেই এই কথা জানান বিজেপির সর্ব ভারতীয় সভাপতি। পাশাপাশি, পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতেও শান দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। ভোটমুখী বাংলাকেই পাখির চোখ করে একের পর এক কর্মসূচি নিতে চলেছে বঙ্গ বিজেপি।
অন্যদিকে চলতি সপ্তাহেই বাংলা জুড়ে বিডিও অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। এদিকে, দিল্লিতে চলছে সংসদের অধিবেশন। তাই সাংসদরা এই মুহূর্তে রয়েছেন দিল্লিতেই। এই সুযোগেই বঙ্গ বিজেপিকে নিয়ে নড়েচড়ে বসেছে উচ্চ নেতৃত্ব। সূত্রের খবর, শুভেন্দু, সুকান্ত, লকেটদের জেপি নাড্ডা সোমবারের বৈঠক থেকে নির্দেশ দেন বুথে বুথে গিয়ে কাজ করতে হবে , লোক বাড়াতে হবে।
Pradhanmatri Awas Yojona : আবাস যোজনায় নতুন তালিকায় নাম ঢোকাতে পারবে না পঞ্চায়েত, বদলে গেল নিয়ম
এমনকি যেই সমস্ত বিজেপি কর্মীরা বসে গিয়েছেন তাঁদেরও দলে ফেরানোর নির্দেশ দিয়েছেন নাড্ডা। বিভিন্ন এলাকায় নিচু তলার কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোরও দাওয়াই দিয়েছেন তিনি। এছাড়া কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা যাতে মানুষ পায় সেই বিষয়েও নজর রাখতে বলা হয়েছে। সুতরাং, ভোটার অনেক আগে থেকেই কোমর বেঁধে মাঠে নামছে বিজেপি।