রাম মন্দির পরে। আগে বাংলা। লোকসভা নির্বাচনের আগে স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশে আপাতত বিশ বাঁও জলে শুভেন্দু অধিকারীদের অযোধ্যা সফর। ঠিক ছিল আগামী ১০ ফেব্রুয়ারি বাংলার বিজেপি বিধায়করা অযোধ্যায় গিয়ে রামলালকে প্রণাম করবেন। তাঁদের নিয়ে যাবেন শুভেন্দু অধিকারী। কিন্তু আপাতত মন্দিরে বিজেপি বিধায়কদের যেতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত ২২ জানুয়ারি অযোধ্যার মন্দির উদ্বোধনের পর থেকেই রোজই লাখো ভক্তের সমাগম হচ্ছে অযোধ্যায়। তাঁদের সামলাতে হিমসিম খেতে হচ্ছে উত্তর প্রদেশ পুলিশকে। পরিস্থিতি এমন কোনও সময়ে পদপৃষ্টের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।
এই অবস্থায় আগামী তিন মাস অযোধ্যায় যেতে বিজেপির লোকেদের যেতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী। মোদীর এই নির্দেশের জেরেই আপাতত রামলালা দর্শন হচ্ছে না বাংলার বিধায়কদের। মন্দির উদ্বোধনের দিনেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে কলকাতায় ছিলেন শুভেন্দু।