বিরোধীদের যাবতীয় আপত্তিকে অগ্রাহ্য করেই রাজ্যসভায় পাশ হল অভিন্ন দেওয়ানি বিধি বিল(Unioin CIvil Code Bill)। রাজস্থানের বিজেপি সাংসদের(Rajasthan BJP MP) পেশ করা এই বিলে আপত্তি তোলেন বিরোধীরা। শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান। এই অপ্রীতিকর পরিস্থিতির মধ্যেই বিলটিকে ধ্বনি ভোটে পাশ করানো হয়। চেয়ারম্যান জগদীপ ধনখড়ের(Jagdeep Dhankhar) কাছে বিলটি আটকানোর দাবি জানিয়েও লাভ হয়নি বিরোধীদের। এদিন বিজেপি সাংসদ(BJP MP) কিরোডিলাল মিনা প্রাইভেট মেম্বার বিল হিসাবে রাজ্যসভায়(Rajyasabha) এই বিলটি পেশ করেন। এর বিরুদ্ধে বিরোধীরা সঙ্গেই সঙ্গেই ৩টি মোশন জমা করেন। তা সত্ত্বেও ধ্বনি ভোটে ৬৩-২৩ ভোটে বিরোধীদের প্রস্তাব খারিজ হয়ে যায়।
শুক্রবার বাম-কংগ্রেস-তৃণমূল(COngress-TMC-Left) সহ বিরোধী সাংসদরা একযোগে বলটির বিরোধিতা করেন। তাঁদের মতে, এই বিল ভারতের গণতান্ত্রিক এবং সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করবে। কিন্তু বিরোধীদের কথা না শুনেই ধ্বনি ভোটের পক্ষে রায় দেন জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)। সেখানেই ৬৩-২৩ ভোটে পাশ হয়ে যায় ওই বিল(Union Civil Code Bill)।
আরও পড়ুন- Firhad Hakim: পুরসভার কাজে গতি আনতে তৎপরতা, ফাইল ফেলে রাখলে কর্মীদের শোকজের হুঁশিয়ারি ফিরহাদের
সিপিএম সাংসদ জন বিট্রাস(CPIM MP John Bitras) এই আইনের বিরুদ্ধে আইন কমিশনের একটি রিপোর্টকে উদ্ধৃত করেন। অন্যদিকে, ডিএমকের তিরুচি সিভার দাবি, অভিন্ন দেওয়ানি বিধির এই ধারণা ধর্মনিরপেক্ষতা-বিরোধী।