১৮ তম লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন ওম বিড়লা। ধ্বনি ভোটের পর তিনিই স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।
লোকসভায় স্পিকার নির্বাচন নিয়ে জলঘোলা চলছিল কয়েকদিন ধরেই। ওই পদ নিয়ে NDA বনাম INDIA জোটের মধ্যে সংঘাত চলছিল। NDA-র তরফে ওম বিড়লাকে স্পিকার পদে নির্বাচিত করা হয়েছিল। যদিও INDIA জোট তার বিরোধিতা করে। বদলে তাদের তরফে দাবি তোলা হয় কংগ্রেস সাংসদ কে সুরেশ-কে স্পিকার করা হোক। বুধবার অধিবেশন শুরু হতেই স্পিকার পদের জন্য ভোটাভুটি শুরু হয়। সেখানে অষ্টাদশ লোকসভার জন্য স্পিকার নির্বাচিত হন ওম বিড়লা।