উত্তরাখণ্ডে (Uttarakhand) সহজ জয় পেয়েছে বিজেপি (BJP)। কংগ্রেসকে (Congress) উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। এই জয়ের পিছনে অবদান রয়েছে বাঙালি নেত্রীর। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) পাহাড়ি রাজ্যে বিশেষ দায়িত্ব দিয়েছিল বিজেপি। সেই কাজে ১০০ শতাংশ সফল লকেট।
বৃহস্পতিবারই দিল্লি যাচ্ছেন লকেট। নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকতে পারেন তিনি।
উত্তরাখণ্ডে জেতার জন্য মরিয়া ছিল গেরুয়া শিবির। বদল করা হয়েছিল মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে।।কিন্তু কেন লকেটকে দায়িত্ব দেওয়া হল, তার পিছনে রয়েছে অন্য অঙ্ক।
উত্তরাখণ্ডে বিপুল সংখ্যক বাঙালির বসবাস। ভোটারদের মধ্যে বড় সংখ্যক মতুয়া। সেই কারণে বাঙালি আবেগ ছুঁতে লকেটকে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রচারে গিয়েছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও।
মনিপুরেও সহজ জয় পেয়েছে বিজেপি। কার্যত কোনও প্রতিরোধ গড়তে পারেননি বিরোধীরা।