বুধবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালের (BJP attacked at Kejriwal's hose) বাড়িতে আক্রমণ চালিয়েছে বিজেপির যুব সংগঠন 'ভারতীয় জনতা যুব মোর্চা'। মুখ্যমন্ত্রীর বাসভবনের একাধিক সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ।
প্রসঙ্গত, বুধবার ভারতীয় জনতা যুব মোর্চার (BJYM) সভাপতি তেজস্বী সুর্য'র নেতৃত্বে একদল সমর্থক কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাসভবনের সামনে হাজির হয়ে কাশ্মীরি পণ্ডিতদের ব্যাপারে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলেন।
একটি টুইট (Manish Sisodia tweeted) করে কেজরিওয়ালের বাড়িতে হামলার চিত্র তুলে ধরে শিশোদিয়া বলেন, "বিজেপির গুন্ডারা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভনে হামলা চালিয়েছে। তাদের বাধা দেওয়ার বদলে পুলিশ সাহায্য করেছে। পুলিশই তাদের মুখ্যমন্ত্রীর বাসভবনের গেট পর্যন্ত এনেছে"।
আরও পড়ুন: তাঁর সব রায়ে স্থগিতাদেশ কেন,প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হাইকোর্টের বিচারপতি
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে ভারতীয় জনতা যুব মোর্চার (BJYM) জাতীয় সচিব তেজিন্দর পাল সিং বাগ্গার দাবি, "তেজস্বী সুর্য'র নেতৃত্বে আমাদের ২০-২৫ জনের সদস্য ও নেতাদের একটি দলকে পুলিশ তুলে নিয়ে যায়। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়"।
প্রসঙ্গত, 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) নিয়ে তরজায় জড়িয়েছে আপ (AAP) এবং বিজেপি (BJP)। সম্প্রতি দিল্লি বিধানসভাতেও সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।