লোকসভার সেমিফাইনালের রং গেরুয়া। রাজনৈতিক মহলের বিশ্লেষণ, মধ্যপ্রদেশ, রাজস্থান বিজেপির সিলেবাসের মধ্যেই ছিল। কিন্তু জনমত সমীক্ষাকে ভুল প্রমাণ করে অপ্রত্যাশিত জয় ছিনিয়ে নিল ছত্তীশগড়ে। সেখানে ৯০ আসনের বিধানসভায় ৫৭ আসন জিতে রায়পুরে সরকার গড়তে চলছে বিজেপি।
রাজনৈতিক মহলের মতে, হিন্দি বলয়ের এই চার রাজ্যে এবারও উন্নয়ন তাসকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। দফায় দফায় ভোট প্রচারে গিয়ে মানুষকের বুঝিয়ে এলেন আরও পাঁচ বছর বিনা পয়সায় রেশনের সুবিধা। বোঝাতে পারলেন কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকলে, কী কী কেন্দ্রীয় সুবিধা পাবেন রাজ্যের মানুষ।
রাজস্থানে গত পাঁচ বছর কাঁটার মুকুট নিয়ে সরকার চালিয়েছেন অশোক গেহলট। তাই এই রাজ্যে কংগ্রেসের পতন কার্যত অনিবার্য ছিল। কিন্তু ছত্তীশগড় ম্যাজিক দেখাল। রাজনৈতিক মহলের মতে, এখানেও কাজ করেছে বিজেপির ঝুলি ভরা উন্নয়নের স্বপ্ন। তাই শহরের ইভিএম খুলতেই ভূপেশ বাঘেলের হাত থেকে বেরিয়ে গিয়েছে ছত্তীশগড়।
রবিবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের মতে, আগামী বছরের লোকসভার ভোট কবে, তাও এদিনের প্রধানমন্ত্রীর ভাষণে ঠিক হয়ে যেতে পারে। তাই অপেক্ষা এখন সন্ধ্যায় নরেন্দ্র মোদীর বার্তার জন্য।