তুরস্কের ভূমিকম্পে (Turkey Earthquake) মৃত্যু বেঙ্গালুরুর এক যুবকের (Indian Death)। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের (Ministry Of External Affairs) পক্ষ থেকে জানা গিয়েছে, তুরস্কের মালাতিয়ার ধ্বংসস্তূপ থেকে একটি দেহ পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তির নাম বিজয় কুমার। তাঁর বয়স ৩৬ বছর। তুরস্কের ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত ২৩ জানুয়ারি, অফিসের কাজে তুরস্কে যান ওই ব্যক্তি।
জানা গিয়েছে, বিজয় কুমারের পরিবার উত্তরাখণ্ডের বাসিন্দা। তুরস্কের ভূমিকম্পের পর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে থেকে তাঁর দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারী দল।
আরও পড়ুন: তুরস্কেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল করতে মরিয়া উয়েফা, ইস্তানবুলকে বিরাট আর্থিক সাহায্য
বিদেশমন্ত্রক জানিয়েছে, একটি প্রজেক্টের কাজে ২৩ জানুয়ারি তুরস্কে যান বিজয় কুমার। ফেব্রুয়ারির মাঝাামাঝি দেশে ফেরার কথা ছিল তাঁর।