ঘড়ির কাঁটায় তখন বেলা বারোটা বাজবে করছে। গোটা ব্রিচ ক্যান্ডি হাসপাতালকে তখন কার্যত দুর্গে পরিণত করে ফেলেছে মুম্বই পুলিশ। এই হাসপাতালে প্রায় এক মাসের কম সময় লড়াই করেছেন তিনি। সেই লড়াই শেষ হয়েছে রবিবার সকালে। লতা মঙ্গেশকর প্রয়াত। এই খবর তখন ভারত পেরিয়ে তামাম দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
তবুও শেষবার তাঁদের প্রিয় গায়িকাকে দেখতে মুম্বইয়ের এই হাসপাতালের সামানে ভিড় করেছিল মুম্বই। ততক্ষণে খবর হয়ে গিয়েছে, হাসপাতাল থেকে লতার দেহ নিয়ে যাওয়া হবে প্রভুকুঞ্জে। যেখানে তাঁর সব কিছু। এই ইতিউতির মধ্যেই ব্রিচ ক্যান্ডি থেকে লতার দেহ নিয়ে রওনা হল শকট।
প্রভুকুঞ্জের গেটের বাইরে তখন বেশ লম্বা লাইন। এর মধ্যেই মেয়ে শ্বেতাকে নিয়ে তাঁর প্রিয় গায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হলেন অমিতাভ বচ্চন। এরপর একে একে জাভেদ আখতার, শ্রদ্ধা কাপুররা।
বিকেল পর্যন্ত মোটের উপর পুরো বলিউডই হাজির হয়েছিল প্রভুকুঞ্জে। শায়িত লতাকে শেষ শ্রদ্ধা জানাতে।