Durga Puja 2024: অষ্টমীতে অঞ্জলির ভিড়, ভোগ বিতরণ চিত্তরঞ্জন পার্কে, মুম্বইয়ে কাজলদের পুজোয় তারকাদের ভিড়

Updated : Oct 11, 2024 17:05
|
Editorji News Desk

শিউলি ফুলের গন্ধ, কাশফুলের দোল, ভিনরাজ্যে শরৎ আর কোথায়! এই বঙ্গ ছেড়ে যারা প্রবাসে সংসার পেতেছেন, বা কর্মসূত্রে থাকেন, তাদের কাছে পুজোর এই সময়টুকুই যা কলকাতার আমেজ। শুক্রবার মহাষ্টমীর সকালে তাই চেনা মেজাজে প্রবাসী বাঙালিরা। নয়াদিল্লির চিত্তরঞ্জন পার্ক চত্বর, মুম্বইয়ের বাঙালি পুজোগুলিতে সেই চেনা আমেজ। একই ছবি ধরা পড়েছে রাঁচি, অসম, ত্রিপুরার পুজোগুলিতেও। 

উত্তর মুম্বই সর্বজনীন দুর্গোপুজো। মুম্বইয়ে এই পুজো 'মুখোপাধ্যায়দের পুজো' বলেই পরিচিত। ষষ্ঠীর দিন থেকে ভিড় জমাতে শুরু করেন বলিউড ইন্ডাস্ট্রির তাবড় তাবড় নাম। প্রথম দিন থেকে দশমী পর্যন্ত পুজোয় সব সময় থাকেন কাজল, রানি মুখোপাধ্যায়, শ্রাবণী মুখোপাধ্যায়রা। মহাষ্টমীর দিন পুজোয় ছেলে যুগকে নিয়ে দেখা গেল অজয় দেবগণকে। মহাষ্টমীর অঞ্জলিতে দেখা যায় অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়ও। সপ্তমীর সন্ধ্যায় উত্তর মুম্বই সর্বজনীনে দেখা যায় রণবীর কাপুরকে। ছিলেন অভিনেত্রী জয়া বচ্চন, ইশিতা দত্ত-সহ আরও অনেক তারকা।  

মহাষ্টমীর সকালে প্রত্যেকবারের মতো এবারও সেজে উঠেছিল সিআর পার্ক কালীবাড়ি। সকাল থেকেই অঞ্জলি দেওয়ার ভিড় শুরু হয়। কালীবাড়ির পুজো প্রাঙ্গণে ডালা নিয়ে ফুল বিতরণ করা হয়। ভক্তিভরে অঞ্জলি দেন আট থেকে আশির প্রবাসী বাঙালিরা। এবার অষ্টমী পুজোর পরেই সন্ধিপুজোও শুরু হয়ে গিয়েছে। তাই সন্ধিপুজোর অঞ্জলি দিতেও ভিড় দেখা যায় সিআর পার্কে। অঞ্জলির পরে চলে ভোগ বিতরণও। শনিবারই দশমী তিথি। প্রতিমা বরণ, সিঁদুর খেলার প্রস্তুতি শুরু হয়ে যাবে। তাই তুমুল ব্যস্ত দিল্লির চিত্তরঞ্জন পার্কের পুজো উদ্যোক্তারাও।

রাঁচিতেও প্রত্যেক বারের মতো চলছে দুর্গাপুজো। মহাষ্টমীর সকালে দুর্গাবাড়ির পুজোয় মহাষ্টমীর অঞ্জলি আয়োজন হয়। উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে, পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে অঞ্জলি দেন অসংখ্য মানুষ। 

Durga Puja

Recommended For You

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর