দেশজুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। পিছিয়ে নেই বলিউডও। অমিতাভ বচ্চন, কঙ্গনা রানাউত এবং অভিষেক বচ্চনের মত সেলিব্রিটিরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে তাঁদের ফ্যানদের জন্য জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।
'আলা রে আলা গেবিন্দা আলা'
ইনস্টাগ্রাম থেকে তাঁর জনপ্রিয় সিনেমা 'খুদ্দার'-এর এই সিকোয়েন্স শেয়ার করেছেন বিগ বি। যা অনেকটাই তাঁর পুত্র অভিষেক বচ্চন অভিনীত ছবি 'হ্যাপি নিউ ইয়ার'-এর সিকোয়েন্সের সঙ্গে মিলে যায়। তিনি হিন্দিতে ক্যাপশন লিখেছেন- 'আলা রে আলা গোবিন্দা আলা'।
বলিউডের 'বসন্তি' হেমা মালিনী শ্রীকৃষ্ণের ছবি পোস্ট করে জন্মাষ্টমীর গুরুত্ব লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, "এটা এমন এক উৎসব, যার দিকে আমরা আনন্দ ও উৎসাহ নিয়ে তাকিয়ে থাকি। হ্যাঁ! আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করার জন্য আজই ধরাধামে আবির্ভূত হয়েছিল ঈশ্বর। কীভাবে সম্মানের সঙ্গে জীবন অতিবাহিত করা যায় তা ভগবতগীতা পড়লে বোঝা যায়"।
'জন্মাষ্টমী কি শুভকামনায়েঁ'
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কঙ্গনা রানাউতও। তিনি লেখেন, "গত বছর বাঁকেবিহারী দর্শনের জন্য আমি বৃন্দাবন গিয়েছিলাম। রাধে রাধে। জন্মাষ্টমীর শুভকামনা"।
'রাধে রাধে বোলো'
একটি ভিডিয়ো শেয়ার করে অভিষেক বচ্চন লেখেন- 'রাধে রাধে বোলো, জয় কানহাইয়া লাল কি'!