মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে দায়ের হওয়া জাতীয় সঙ্গীতের অমর্যাদার ফৌজদারি মামলা বহাল রাখল বোম্বে হাইকোর্ট। কিছুদিন আগেই সেই মামলা খারিজের আবেদন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু বুধবার মমতার সেই আবেদন খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। ফলে মমতার বিরুদ্ধে বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তর করা জাতীয় সঙ্গীত অমর্যাদার মামলা বহাল থাকল বলেই খবর।
উল্লেখ্য, গতবছর মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই সফরে গিয়ে একবার সেখানকার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দেখা করেছিলেন। অভিযোগ, সেখানে জাতীয় সঙ্গীত শুরুর সময় বসেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি, জাতীয় সঙ্গীত চলাকালীনই অনুষ্ঠান মঞ্চ ছেড়ে তিনি চলে যান বলেও অভিযোগ। এরপরই ওই বিজেপি নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেন।
আরও পড়ুন- MS Dhoni Retirement: আইপিএলের পরেই কি অবসর ধোনির, বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিয়ে মুখ খুললেন রোহিত