বোম্বে আইআইটির আটতলা থেকে ঝাঁপ এক ছাত্রের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ বছরের দর্শন সোলাঙ্কির। দুপুর ১টা নাগাদ তাঁকে হস্টেলের নিরাপত্তারক্ষীরা দেখতে পান। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ফলে হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। মারা যায় আইআইটির এই কৃতী ছাত্র।
কর্তৃপক্ষ জানায়, দর্শন ঝাঁপ দিয়েছেন হস্টেলের রিফিউজ এলাকা থেকে। সাধারণত আগুন লাগলে এই অনশেই আশ্রয় নেন বাসিন্দারা। সেখান থেকে ঝাঁপ দেয় দর্শন, অনুমান পুলিশের। তবে সুইসাইড নোট না পাওয়া যাওয়ায় রহস্য দানা বেঁধেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।