বিয়ের (Wedding) মতো মাঙ্গলিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উপহার নিয়ে যান। আবার অনেকে উপহার নিতে চান না। এবার একধাপ এগিয়ে বিয়ের খরচের টাকা আমন্ত্রিত অতিথিদের (Guests) কাছে চেয়ে বসলেন কনে। সম্প্রতি এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে দম্পতি বিয়েতে ২৩ লক্ষ টাকা খরচ করেছে। আর এই বিপুল পরিমাণ টাকা আমন্ত্রিতদের কাছেই চেয়ে বসেছেন ওই মহিলা।
নিজের সেই অভিজ্ঞতা একজন ভাগ করে নিয়েছেন রেডিট সোশ্যাল মিডিয়া সাইটে। তিনি জানান, সম্প্রতি একজনের বিয়ের আমন্ত্রণ পান। সেখানে ওই মহিলা ইনভিটেশন কার্ডে লিখে দিয়েছেন, "উপহার নয়, তার বদলে টাকা দিন।' এরপরই ওই ইনভিটেশন কার্ড ভাইরাল হয়ে যায়। মহিলা কনের পোশাক, নিমন্ত্রিতদের খাবার, ফটোগ্রাফার, এমন কী মধুচন্দ্রিমার হিসেব মিলিয়ে মোট ২৩ লক্ষ টাকা খরচ করেছেন। সেই টাকাই তুলতে চেয়েছেন আমন্ত্রিতদের কাছ থেকে।
আরও পড়ুন: ফোনে আসক্তি, বকা দেওয়ায় আত্মঘাতী ক্লাস এইটের ছাত্রী
এই অভিজ্ঞতা শুনে আরও এক রেডিট গ্রাহক জানিয়েছেন, "বিয়ের অনুষ্ঠানে যদি ১০০ জন আমন্ত্রিত হন, তাহলে ভাগে কত করে পড়ছে, ভেবে দেখুন। কী মনে হয়, বিষয়টি ভেবে কি আর নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন!"