নবদম্পতিকে বিয়েতে (Wedding Wishes) আমরা শুভেচ্ছা জানাই কখনও মেসেজে, কখনও অনুষ্ঠানে উপস্থিত থেকে সুন্দর সুন্দর উপহারের মাধ্যমে । কিন্তু, পরিবার, বন্ধুদের সেই ভালবাসা, সেই শুভেচ্ছা বার্তাকে যদি কোনওভাবে সারাজীবনের জন্য সংরক্ষণ করে রাখা যায়,তাহলে ? সেরকমই এক অভিনব ভাবনা নিজের বিয়েতে নিয়ে এসেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমরান বালার কাব্যা জৈন (Simran Balar Khabiya Jain) ।
সম্প্রতি, সিমরান ইনস্টাগ্রামে তাঁর বিয়ের একটি ভিডিও (Viral Video) শেয়ার করেছেন । সেখানে দেখা যাচ্ছে,তাঁর অভিনব বিয়ের লেহেঙ্গা । যেখানে সারা লেহেঙ্গাতে রয়েছে 'স্মল উইন্ডোজ'-এর মতো ছোট ছোট খোপ । আর ওই 'স্মল উইন্ডোজ'-এ লেখা কনের জন্য পরিবার-বন্ধুদের ভালবাসা মাখানো কিছু কথা, যা স্মৃতি হয়ে থেকে যাবে সারাজীবন ।
ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । প্রায় ৫ মিলিয়নের বেশি ভিউস দেয় এই ভিডিও । সিমরানের এই অভিনব ভাবনার প্রশংসা করেছেন নেটিজেনরা ।