সর্বভারতীয় কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিং আদালতে জানালেন, যৌনতার উদ্দেশ্য ছাড়া কোনও মহিলাকে জড়িয়ে ধরা অপরাধ নয়৷ যৌন হেনস্থায় অভিযুক্ত এই সাংসদের যুক্তি, কুস্তিতে পুরুষ কোচের সংখ্যাই বেশি। কোনো মহিলা খেলোয়াড়ের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে একজন কোচ তাঁকে জড়িয়ে ধরলে তা অপরাধ নয়।
ব্রিজভূষণের বিরুদ্ধে একটানা দীর্ঘদিন ধর্ণায় বসেছিলেন কুস্তিগীররা৷ তাঁদের মধ্যে ছিলেন অলিম্পিকে দেশের হয়ে পদকজয়ীরাও। আদালতে এই বিষয়ে মামলা চলছে। ব্রিজভূষণের পক্ষে বিপক্ষে সাক্ষ্যপ্রদানও চলছে।
একাধিক কুস্তিগীরকে যৌন
নিগ্রহ করার অভিযোগ উঠেছে ব্রিজভূষণের বিরুদ্ধে। উঠেছে নাবালিকা নিগ্রহের অভিযোগও। সাক্ষী মালিক, ভিনেশ ফোগতরা তাঁর বিরুদ্ধে পথে নেমেছিলেন।