ব্রিটিশ মহিলাকে পুরুষ সঙ্গীর সামনে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে গোয়ার আরাম্বল বিচে (Goa Arambal)। অভিযুক্ত ব্যক্তি গোয়ার স্থানীয় বাসিন্দা। ম্যাসাজ দেওয়ার অজুহাতে এই ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ (Rape Allegation)। অভিযুক্তের নাম ভিনসেন্ট ডিসুজা। সোমবার পেরনেম থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে।
এই আরাম্বল বিচ বিদেশি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। পুলিশ সূত্রে খবর, উত্তর গোয়ার আরাম্বল বিচে বেআইনি ম্যাসাজের (Illegal Massage) ব্যবসা চালাত একদল স্থানীয়। ভিনসেন্ট ডিসুজা এই দলেরই সদস্য ব। পুলিশ জানিয়েছে, এর আগে একটি স্কুলে লাইব্রেরিয়ানের কাজ করত সে।
আরও পড়ুন: কেতুগ্রামের ঘটনায় অভিযুক্ত স্বামীর বাবা-মাকে গ্রেফতার করল পুলিশ
মধ্যবয়স্ক ওই ব্রিটিশ মহিলা তাঁর পার্টনারের সঙ্গে গোয়া ঘুরতে আসেন। সেখানেই ম্যাসাজের নাম করে তাঁকে ধর্ষণ করা হয় বলে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ জানিয়েছে, বিচের সামনে সুইট ওয়াটার লেকের কাছে তাঁর পুরুষ সঙ্গীর সামনেই ধর্ষণ করা হয় তাঁকে।
২ জুন ঘটনাটি ঘটে। কিন্তু ব্রিটেনে তাঁর পরিবার ও ভারতের ব্রিটিশ এমবাসির সঙ্গে পরামর্শ করার পর থানার অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পেরনেম থানায় অভিযোগ দায়ের করার এক ঘন্টার মধ্যে ইন্সপেক্টর বিক্রম নায়েকের নেতৃত্বে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সোমবার রাতেই মাপুসা জেলা হাসপাতালে অভিযুক্ত ও নির্যাতিতা ব্রিটিশ মহিলার মেডিকেল পরীক্ষা করা হয়। সোমবার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা রুজু করে স্থানীয় আদালতে তোলা হয়। পেরনেমের ডিএসপি সিদ্ধার্থ শিরোদকর ঘটনাটি তদন্ত করছেন।