নিজের বিয়ের সময় বাবা-মা পাশে থাকুন, এমনটাই চায় সকলে । বাবা-মা ভাই-বোন, গোটা পরিবারের উপস্থিতিতেই বিয়ের স্বপ্ন দেখেছিলেন তেলাঙ্গানার ওয়ারাঙ্গেলের সাই বৈষ্ণবী । কিন্তু, বছরখানেক আগেই বাবাকে হারান । বাবাকে পাশে নিয়ে বিয়ে করার স্বপ্ন মুহূর্তে ভেঙে যায় । কিন্তু,তাঁর স্বপ্ন ভেঙে যেতে দেননি তাঁর ভাই। বিয়ের দিন সেই মৃত বাবাকে ‘নিয়ে’ এলেন বিয়ের আসরে ।
বোনকে মৃত বাবার মোমের মূর্তি উপহার দিয়েছেন ভাই । নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বিয়েবাড়িতে কনে প্রবেশ করছেন মায়ের সঙ্গে। আর ঠিক সামনে থেকে চাকা লাগানো গাড়িতে ঠেলে ঢোকানো হচ্ছে একটি মূর্তি। আচমকাই কনে ও তাঁর মায়ের নজর যায় মূর্তির দিকে। চমকে ওঠেন তাঁরা। দেখা যায়, সদ্য প্রয়াত বাবার একটি মোমের মূর্তি ঠেলে ঢুকছেন কনের ভাই। দেখে মনে হবে যেন বাবাই ফিরে এসেছেন তাঁদের মাঝে ।তিন মিনিটের সেই ভিডিয়ো সাড়া ফেলে দিয়েছে নেটমাধ্যমে ।
বাবার মূর্তি দেখে কান্নায় ভেঙে পড়েন কনে ও তাঁর মা । চোখের জল বাঁধ মানেনি বিয়েবাড়িতে উপস্থিত নিমন্ত্রিতদেরও । তাঁদের চোখের জলে মিশেছে আনন্দ, বিষাদ ও অনেকটা স্মৃতি । বাবাকে পাশে নিয়েই বিয়ে করলেন সাই ।
এই ভিডিও নিয়ে দ্বিমত দেখা গিয়েছে নেটমাধ্যমে । অনেকে ভাইয়ের ভাবনাকে প্রশংসা করেছেন । কেউ আবার সমালোচনাও করেছেন । অনেকের মত, মৃত বাবার মোমের মূর্তি দিয়ে বিয়ের আনন্দে শোকের ছায়া আনা হয়েছে । সেক্ষেত্রে ভাই কি বোনের বিয়েতে এই উপহার দিয়ে ঠিক করেছেন ?