বেনজির ঘটনার সাক্ষী থাকল পাঞ্জাবের অমৃতসর। সহকর্মীর গুলিতেই অমৃতসরে মৃত্যু ৪ বিএসএফ জওয়ানের। বন্দুকবাজও নিহত বলে খবর।
জানা গিয়েছে বন্দুকবাজ জওয়ানের নাম সাত্তেপ্পা। রবিবার সকালে তিনি মেসে আচমকা গুলি চালাতে শুরু করেন। গুরুতর আহত হন একাধিক জওয়ান। সেই সময় বন্দুকবাজ জওয়ান নিজেও জখম হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মোট পাঁচ জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয়। খাসায় অবস্থিত বিএসএফ-এর যে মেসে ঘটনাটি ঘটেছে, সেটি অমৃতসর শহর থেকে আটারি-ওয়াঘা সীমান্তে যাওয়ার পথেই পড়ে।
ঘটনাস্থলে পৌঁছেছেন বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।