পেগাসাস (Pegasus) অস্ত্রে নতুন করে শান দেওয়া শুরু হয়েছে। এরসঙ্গে রয়েছে ভারত-চিন সীমান্ত সমস্যা (Indo-China Border)। ফলে সোমবার থেকে সংসদে (Parliament) শুরু হওয়া বাজেটে অধিবেশনে (Budget session) বিরোধী ‘ঝড়’ উঠতে পারে বলেই রাজনৈতিক মহলের পূর্বাভাস। রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দের (Ramnath Kobind) ভাষণের মধ্যে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এবার বাজেট পেশের পরের দিন, অর্থাৎ বুধবার থেকে পৃথক সময়ে হবে রাজ্যসভা ও লোকসভার কাজ। করোনার জন্য সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত হবে রাজ্যসভার কাজ। আর বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত বসবে লোকসভা।
এই দফায় ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাজেট অধিবেশনের কাজ। দ্বিতীয় দফায় বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ। চলবে ৮ এপ্রিল পর্যন্ত। মূলত উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের জন্য এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই বাজেট অধিবেশনের আচরণ বিধি জারি করা হয়েছে। তাতে প্রথম দু’দিন, জিরো আওয়ার এবং কোয়েশ্চেন আওয়ার থাকছে না। ফলে সংসদের অধিবেশনের প্রথম দু’দিন বিরোধীদের প্রশ্ন করার কোনও সুযোগ থাকছে না।