বড়সড় দুর্ঘটনা উত্তরপ্রদেশের বরাবাঁকিতে। একটি দোতলা বাড়ি ভেঙে মৃত্যু হল দুজনের। ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে। ধ্বংসস্তুপের নীচে এখনও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে ভোর ৩টে ১০ নাগাদ বিল্ডিং ভেঙে পড়ার খবর আসে। খবর পেয়েই উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে পৌঁছয়। পাশাপাশি দমকলের আধিকারিকরাও পৌঁছে যান ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শুরু হয় উদ্ধারকাজ।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ওই বিল্ডিং চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ১০ জনের চিকিৎসা চলছে। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কয়েকজনের আটকে থাকারও আশঙ্কা করা হচ্ছে।
Read More- বঙ্গোপসাগরে ঘুর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত
বর্তমানে ধ্বংসস্তুপ সরিয়ে ফেলার কাজ করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। কী ভাবে ওই বিল্ডিং ভাঙল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত করবে পুলিশ।