চলন্ত বাসে হার্ট অ্য়াটাক হয়ে মৃত্যু হল এক চালকের। প্রায় ৬০ জন যাত্রী থাকলেও তাঁদের কোনও বিপদ হয়নি। কারণ শারীরিক অসুস্থতা বুঝতে পেরে আগে থেকেই বাস থামিয়ে দিয়েছিলেন চালক। ঘটনাটি ঘটেছে ওড়িশার বালেশ্বরে। তাঁর নাম শেখ আখতার।
কী ঘটেছিল?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা যাচ্ছিল ওই বাসটি। মূলত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শনের উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা। বালেশ্বর প্রবেশ করার পর হঠাৎ বুকে যন্ত্রণা অনুভব করেন বাসের চালক। কোনওমতে রাস্তার পাশে বাসটি থামিয়ে দেন। এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।
Read More- INDIA জোটে আরও জট, আলোচনা ছাড়াই ১৬ কেন্দ্রে প্রার্থী ঘোষণা সমাজবাদী পার্টির!
বাসে থাকা এক যাত্রী আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন,বাস থামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান তিনি। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্য়াটাকের কারণেই মৃত্যু হয়েছে তাঁর।