লোকসভা ভোটের আগে লাগু হতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন। সংবাদসংস্থা ANI সূত্রে এই দাবি করা হয়েছে। সোমবারই এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। লোকসভা ভোটের আগে কেন্দ্রের এই পদক্ষেপকে ঐতিহাসিক বলেই দাবি করেছে রাজনৈতিক মহল।
সম্প্রতি লোকসভা ভোটের আগেই CAA লাগু হবে বলে বাংলায় দাবি করেছিলেন একাধিক কেন্দ্রীয় নেতা-মন্ত্রী। তাঁদের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। এমনকী রবিবারও ব্রিগেডে এই আইন বাংলায় করতে দেবেন না বলেও জানান তৃণমূল নেত্রী।
২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। ওই আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত।