ত্রিনয়নী বাছুর দেখতে ভিড় ছত্তিশগড়ের রাজনন্দগাঁও গ্রামে। গ্রামের এক চাষির ঘরে একটি বাছুরের জন্ম হয়েছে সম্প্রতি। দুচোখের মাঝে কপালে বাছুরটির একটি চোখ রয়েছে। এ কথা ছড়াতেই স্থানীয়রা ভগবানের অবতার মেনে শুরু করে দিয়েছেন পুজো। লোধী নওয়াগাঁওয়ের বাসিন্দা হেমন্ত চান্দেলের পরিবারে এই বাছুরটি জন্ম নিয়েছে ১৩ জানুয়ারি।
শুধু তিনটি চোখ নয়, বাছুরটির নাকের ফুটো রয়েছে তিনটি। তবে পশু চিকিৎসকরা বলছেন, শারীরিক ভাবে সুস্থই রয়েছে এটি। শুধু জিভটা সাধারণের তুলনায় বড় হওয়ায় দুধ পান করতে কিছুটা সমস্যা হচ্ছে তার।
হেমন্ত চান্দেলের জার্সি গরুটি আগে যে বাচ্চা প্রসব করেছিল, তাঁদের গঠনগত কোনও সমস্যা ছিল না।
আপাতত ত্রিনয়নী বাছুর দেখতে হেমন্তের বাড়ির সামনে লম্বা লাইন, ফুল নারকেল নিয়ে ভক্তরা অপেক্ষা করছেন একবার ইশ্বরের অবতারের দর্শন পাবেন বলে।
যদিও পশুচিকিৎসক বলছেন, "এটা কোনো অলৌকিক ঘটনা নয়। ভ্রূণের বিকাশ অস্বাভাবিক হওয়ায় এই এমনটা হয়েছে"। স্থানীয় মানুষ সেচতনার অভাবে এমন আচরণ করছেন বলে মত অন্ধশ্রদ্ধা নির্মূল সমিতির প্রধান ডঃ দীনেশ মিশ্রর।