‘বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’, নজরুল একথা লিখে গিয়েছেন অনেক আগেই, তবুও আজও সমাজে ‘লিঙ্গসাম্য’ বিষয়টি সোনার পাথরবাটির মতোই। এবার অচলায়তন ভাঙছে কেরল। স্যর বা ম্যাডাম নয় ডাকতে হবে টিচার বলে। লিঙ্গভেদ ঘোচাতে কেরলের স্কুলে চালু নয়া নিয়ম। রাজ্যের শিশু সুরক্ষা অধিকারের তরফে দিন কয়েক আগেই এই নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের শিক্ষা দফতরকে।
কেরল স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (KSCPCR) এর তরফে নির্দেশ দিয়ে জানানো হয়, স্যর বা ম্যাডামের থেকে ‘টিচার’ শব্দটি অনেক বেশি লিঙ্গ নিরেপেক্ষ শব্দ। কেরলের স্কুলপড়ুয়াদের ছোট থেকেই লিঙ্গসাম্যের পাঠ দিতে চাইছে শিক্ষা দফতর। প্যানেলের চেয়ারপার্সন কে ভি মনোজ কুমার এবং সি বিজয়কুমারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ বুধবার কেরলের শিক্ষা দফতরকে চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছে। কেরলের এই ‘বৈপ্লাবিক’ সিদ্ধান্তের প্রশংসা করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।