আবগারি দুর্নীতি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল সিবিআই । মঙ্গলবারই তিহাড় জেলে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । তারপরই খবর ছড়ায়, বুধবারই সিবিআই গ্রেফতার করতে পারে কেজরিওয়ালকে । জানা গিয়েছে, এদিন সকালেই দিল্লির আদালত তোলা হয় কেজরিওয়ালকে । সেখানে থেকেই তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । এর আগে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি ।
আবগারি দুর্নীতি মামলায় সম্প্রতি কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল নিম্ন আদালত। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যায় ইডি । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে সাড়া দিয়ে নিম্ন আদালতের রায় স্থগিত রাখে হাইকোর্ট ।এরপর মঙ্গলবার দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি ছিল । কিন্তু, তাঁর সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট । এরপরই তিহাড় জেলে গিয়ে কেজরিকে জেরা করেন সিবিআই আধিকারিকদের একটি দল ।